অমিত খিলাড়ি, ডেবরা : ডেবরা ওভারব্রিজে ১৬ নং জাতীয় সড়কে আজ সকালে ঘটেগেলো বড়সড় দুর্ঘটনা। পাঁশকুড়া থেকে খড়্গপুরের দিকে যাওয়ার পথে, একটি কয়লা বোঝাই ১৪ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাটি ঘটে ডেবরা পাওয়ার হাউসের ঠিক সামনে, যেখানে লরিটি ওভারব্রিজে ওঠার মুখে ছিল।
স্থানীয় সূত্রে জানাযায়, লরিটি পাঁশকুড়ার দিক থেকে কয়লা বোঝাই করে খড়্গপুর হয়ে উড়িষ্যার দিকে যাচ্ছিল। সেই সময়, ডেবরা ওভারব্রিজে ওঠার মুখেই চালক হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লরির খালাসির দাবি, সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি বা চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ডিভাইডারে আঘাত করার পর লরিটি উল্টে গিয়ে কলকাতাগামী লেনে পড়ে যায়।
এই দুর্ঘটনায় লরির চালক আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লরির খালাসি জানিয়েছেন, লরিটি উড়িষ্যার উদ্দেশ্যে কয়লা নিয়ে যাচ্ছিলো। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ডেবরা থানায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ডেবরা থানার পুলিশ এবং হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
দুর্ঘটনার সময় বিপরীত দিকের কলকাতাগামী লেনে কোনো গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার ফলে ডেবরা বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ভিড় করে ঘটনাস্থলে পৌঁছান, ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ডেবরা থানার পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে যান চলাচল স্বাভাবিক করে এবং লরিটিকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, কি কারনে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করা হয়েছে।