ডেবরা, অমিত খিলাড়ি: নাড়া পোড়ানোর আগুনে ভষ্মীভূত ৩ বিঘা জমির ধান! মাথায় হাত চাষীর, অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে গ্রাম বাংলার মাঠ গুলিতে শুরু হয় ধান তোলার প্রক্রিয়া। এই সময় প্রত্যেক চাষিদেরই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কেটে যায়। এই ধান কাটার ভরা মরশুমে ধান জমিতে নাড়া পোড়ানোর আগুনে ভস্মীভূত হয়ে গেল ৩ বিঘা জমির পাকা ধান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের খামরা এলাকায়।
জানা যায় পাকুই এলাকায় দামোদর বসু নামে এক ব্যাক্তি ভাগে ৩ বিঘা ২ কাঠা জমি চাষ করেছিলেন। দামোদর বাবুর জমির পাশে জমি গুলিতে ধান ওঠে গিয়েছিল আগেই। কিন্তু দামোদরের বাবুর জমিতে পাকা ধান ছিল। পাশের জমি গুলিতে ধান ওঠে যাওয়ায় জমিতে নাড়া পুড়ানো চলছিল। সেই বাতাসে নাড়া পোড়ানোর আগুন থেকে ওই ধানের জমিতে আগুন লেগে যাওয়ায় নষ্ট হয়ে যায় পুরো ধানের জমি। দামোদরের বাড়ি ধানের জমি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে।
ঘটনার খবর পাওয়ার পর দামোদর বাবু জমিতে ছুটে গেলেও শেষ রক্ষা করতে পারেনি। মাথায় হাত দিয়ে বসে পড়েন দামোদর। ইতিমধ্যেই দামোদার বসু ডেবরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন, পাশাপাশি ডেবরা ব্লকের কৃষি আধিকারিকও পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে দামোদর বসু জানিয়েছেন প্রায় ১ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। যদিও ডেবরা বিডিও প্রিয়ব্রত রাঢ়ী জানিয়েছেন আমরা নাড়া পোড়ানো নিয়ে বারংবার সতর্ক করছি তবুও কিছু মানুষ সেই কথা অমান্য করে চলেছেন। দ্রুত আমরা ব্যাবস্থা নেব পাশাপাশি যে ব্যাক্তির ক্ষতি হয়েছে কৃষি আধিকারিকের সাথে কথা বলে ক্ষতিপূরন দেওয়া যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখছি।