পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য অপেক্ষায় করছিলেন, তাদের জন্য বড় সুখবর। ইতিমধে রাজ্য সরকার জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা ঢোকা শুরু হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন টানাপোড়েনের পরে অবশেষে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করেছে।
আবাস যোজনা প্রকল্পে কবে থেকে টাকা দেওয়া হবে?
পঞ্চায়েত দপ্তরের তথ্য অনুযায়ী, ২৩ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ব্যাংক একাউন্টে সরাসরি টাকা ঢোকা শুরু হবে।
এই কাজ তিনটি ধাপে সম্পন্ন হবে:
- গ্রামসভায় তালিকা অনুমোদন।
- ব্লক অফিসে যাচাই। ( ব্লক লেভেলে কমিটির দ্বারা সার্ভে করা হবে)
- জেলা পর্যায়ে চূড়ান্ত অনুমোদন।(জেলা লেভেলে কমিটির দ্বারা সার্ভে করা হবে)
আবাস যোজনা প্রকল্পে তালিকা প্রকাশ ও অভিযোগ গ্রহণ
নতুন তালিকা প্রকাশ হবে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে। তালিকা পাওয়া যাবে:
- ব্লক অফিস।
- এসডিও কার্যালয়।
- জেলা শাসকের কার্যালয়।
তালিকায় কোনো ভুল থাকলে ৬ ডিসেম্বরের মধ্যে অভিযোগ জমা দিতে পারবেন। সরকার আরো জানিয়েছে, এবার প্রকল্পে দুর্নীতি বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ পেলে দ্রুত তদন্ত হবে। যাচাই না হলে টাকা দেওয়া হবে না।
দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে থাকা মানুষ রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তির নিশ্বাস ফেলেছে। অনেকে জানিয়েছেন, বহুদিন ধরে আবেদন করা সত্ত্বেও টাকা পাননি। তবে ডিসেম্বর মাসের মধ্যে টাকা পাওয়ার প্রতিশ্রুতি তাদের নতুন করে আশা জুগিয়েছে।
আবাস যোজনা প্রকল্পে তালিকা প্রকাশ নিয়ে বিরোধীদের মন্তব্য
বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। তারা এই নতুন ঘোষণাকেও একটি “রাজনৈতিক স্ট্যান্ট” বলে উল্লেখ করেছে। আগেও বহুবার প্রকল্পে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা সঠিক সময়ে বাস্তবায়িত হয়নি। প্রকৃত উপভোক্তারা অনেক সময় তালিকায় স্থান পান না, অথচ অযোগ্য ব্যক্তিরা সুযোগ পেয়ে যান। বিরোধীদের মতে, এই প্রকল্পের অর্থ প্রদান ও নতুন তালিকা প্রকাশের ঘোষণা আসন্ন পঞ্চায়েত ভোটের আগে জনগণের মন জয়ের একটি কৌশল মাত্র।
আবাস যোজনা সংক্রান্ত সকল আপডেট হোয়াটসঅ্যাপ পেতে যুক্ত হন: হোয়াটসঅ্যাপ লিঙ্ক