আম্রপলি এক্সপ্রেসের জেনারেল কামরায় চলন্ত ট্রেনে এক ৭০ বছর বয়সি বৃদ্ধ যাত্রীর জীবন রক্ষা করে ভাইরাল হলেন এক টিটিই। সম্প্রতি রেল মন্ত্রক থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে, যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। সাধারণ মানুষ টিটিই’র সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হলেও, চিকিৎসক মহল এই ঘটনায় তীব্র সমালোচনার সুর তুলেছেন।
ভিডিওতে দেখা যায়, ট্রেন চলাকালীন ওই বৃদ্ধ আচমকা অসুস্থ হয়ে পড়েন। তিনি বুকে ব্যথা অনুভব করে সিটে শুয়ে পড়েন এবং দরদর করে ঘামতে থাকেন। তখনই টিটিই দ্রুত ছুটে এসে তাঁকে সিপিআর দেন এবং মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। বৃদ্ধের জ্ঞান তখনও ছিল। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, টিটিই’র তৎপরতায় বৃদ্ধের জীবন রক্ষা পায় এবং বিহারের ছাপড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসকরা বলছেন, জ্ঞান থাকা অবস্থায় সিপিআর দেওয়া গুরুতর ভুল। সিপিআর কেবলমাত্র তখনই দেওয়া উচিত, যখন কারও হৃদস্পন্দন বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর একজন মন্তব্য করেছেন, “জ্ঞান থাকলে কখনও সিপিআর দেওয়া যায় না। এতে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে।”
আরেকজন বলেছেন, “রেল মন্ত্রকের এমন ভিডিও শেয়ার করা উচিত নয়। এটি সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করছে।” অনেকে বলেছেন, “যদি সঠিক প্রশিক্ষণ না থাকে, তবে সিপিআর দিয়ে জীবন বাঁচানোর বদলে বিপদ ডেকে আনা হতে পারে।”