অমিত খিলাড়ি, ডেবরা: পশ্চিম মেদিনীপুরের বালিচক রেলগেট ৯০ দিনের জন্য বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন নিত্যযাত্রী, ব্যবসায়ী, এবং শিক্ষার্থীরা। উড়ালপুল নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৮ তারিখ পুর্ত দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, রেলগেট বন্ধ থাকবে সমস্ত ধরনের যান চলাচল।
রেলগেট বন্ধের ফলে জরুরি পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি, মাছ ও সবজি পরিবহন গাড়ির চলাচলে সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে প্রায় ১৫-২০ কিলোমিটার ঘুরপথে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হলেও তা নিত্যদিনের কাজে যথেষ্ট সময়সাপেক্ষ এবং কষ্টকর।
এই পরিস্থিতিতে, BSA (বালিচক স্পোর্টস এসোসিয়েশন) এর তরফে সোমবার ডেবরা বিডিও অফিসে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি, অবিলম্বে বাইক, সাইকেল, স্কুলগাড়ি এবং অ্যাম্বুলেন্সের জন্য রেলগেট সংলগ্ন এলাকায় একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে।
বিক্ষোভকারীরা বলেন, “আমাদের এই সমস্যার দ্রুত সমাধান চাই। এতদিন অপেক্ষা করার সময় নেই। স্কুলগামী শিশু ও রোগীদের জন্য এই অসুবিধা অমানবিক।”
পাশাপাশি রেলগেট বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা, রেলগেট বন্ধ থাকার কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে। বিকল্প রাস্তা না থাকলে পরিস্থিতি আরও গুরুতর হবে।
বিক্ষোভে উপস্থিত জনতার দাবি, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র হবে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করে। এদিনের এই বিক্ষোভে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিচক স্পোর্টস এশোসিয়েশায়ানের সম্পাদক তাপস মাইতি, সভাপতি দীপঙ্কর দে। এছাড়াও উপস্থিত ছিলেন বালিচকের ৪ টি ক্লাবের সম্পাদক দেবোতোষ দে, সুভাষ সিংহ, উদয় হাজরা, রথিন মিথ্য, মৃনাল কান্তি পাল, প্রনব দাস সহ অন্যান্য সদস্যরা।
বালিচক উড়ালপুল সংক্রান্ত সকল আপডেট হোয়াটসঅ্যাপ পেতে যুক্ত হন: হোয়াটসঅ্যাপ লিঙ্ক