অমিত খিলাড়ি, সবং: সবংয়ের মোহাড় অঞ্চলের বাসুলিয়া ও দুবরাজপুর এলাকায় বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে বৃহৎ অভিযান চালাল পুলিশ। দীর্ঘদিন ধরে বাড়ির উঠোন ও সংলগ্ন জমিতে চলছিল নিষিদ্ধ এই চাষ। বৃহস্পতিবার পুলিশি অভিযানে নষ্ট হয়েছে আনুমানিক কয়েক লক্ষ টাকার গাঁজা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ২ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। সবং থানার আধিকারিকরা জানান, এই চাষ দীর্ঘদিন ধরে গোপনে চলছিল। সাধারণ সবজি ও ফলের গাছের আড়ালে লুকিয়ে বেআইনি গাঁজা চাষ করতেন স্থানীয় বাসিন্দারা।
চাষের জমির বদলে বাড়ির উঠোন ও আশপাশের ফাঁকা জায়গায় চলত গাঁজা চাষ। লাউ, লঙ্কা, বেগুন গাছের ফাঁকে ফাঁকে বেড়ে উঠত নিষিদ্ধ গাঁজা। গ্রামবাসীরা আইনভঙ্গের ঝুঁকি জেনেও এই কাজে লিপ্ত ছিলেন।
পুলিশ জানিয়েছে, এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সতর্ক করে জানানো হয়েছে, এমন চাষে জড়িত থাকার প্রমাণ মিললে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সবংয়ের মতো শান্ত অঞ্চলে বেআইনি গাঁজা চাষের ঘটনা সামনে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে পুলিশের সক্রিয় ভূমিকা ও অভিযান বেআইনি কার্যকলাপ রোধে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
The Midnapore Times এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন!