Indian Railways: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ-ডি ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন পত্র সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন।
শূন্যপদ (Vacancy)-
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
পয়েন্টসম্যান (বি) | ৫০৫৮টি শূন্যপদ |
সহকারী (ট্র্যাক মেশিন) | ৭৯৯টি শূন্যপদ |
সহকারী | ৩০১টি শূন্যপদ |
ট্র্যাক মেইনটেইনার গ্রেড ৪ ইঞ্জিনিয়ারিং | ১৩১৮৭টি শূন্যপদ |
সহকারী (পি-উই) | ২৫৭টি শূন্যপদ |
সহকারী (C&W) | ২৫৮৭টি শূন্যপদ |
সহকারী টিআরডি ইলেকট্রিক্যাল | ১৩৮১টি শূন্যপদ |
সহকারী (S&T) | ২০১২টি শূন্যপদ |
সহকারী লোকো শেড (ডিজেল) | ৪২০টি শূন্যপদ |
সহকারী লোকো শেড (বৈদ্যুতিক) | ৯৫০টি শূন্যপদ |
সহকারী অপারেশন (ইলেকট্রিকাল) | ৭৪৪টি শূন্যপদ |
সহকারী TL&AC | ১০৪১টি শূন্যপদ |
সহকারী TL&AC (ওয়ার্কশপ) | ৬২৪টি শূন্যপদ |
সহকারী (ওয়ার্কশপ- মেকানিক্যাল) | ৩০৭৭টি শূন্যপদ |
শিক্ষাগত যোগ্যতা (Qualification)-
আবেদনকারীদের ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং এনসিভিটি (NCVT) ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকতে হবে।
বয়সসীমা (Age limit)-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)-
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি (Application fee)-
- GEN/OBC প্রার্থীদের জন্য- ৫০০/- টাকা (৪০০/- টাকা CBT পরীক্ষায় উপস্থিত হলে ফেরতযোগ্য)।
- SC/ST/মহিলা প্রার্থীদের জন্য- ২৫০/- টাকা (CBT পরীক্ষায় উপস্থিত হলে ফেরতযোগ্য)।
নির্বাচন প্রক্রিয়া (Selection process)-
রেলওয়েতে গ্রুপ ডি পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে তিনটি পর্যায়ে। ১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। ২) শারীরিক দক্ষতা পরীক্ষা। এবং ৩) মেডিকেল পরীক্ষা/নথি যাচাইকরণের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
বেতন (Salary)-
এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের বেসিক বেতন হবে ১৮,০০০/- টাকা। তবে প্রতি মাসে ইন-হ্যান্ড বেতন থাকবে ২২,৫০০/- থেকে ২৫,৩৮০/- টাকা। এছাড়া অতিরিক্ত মহার্ঘ ভাতা (DA), হাউস রেন্ট ভাতা (HRA), ট্রান্সপোর্ট ভাতা, ওভারটাইম এবং নাইট ডিউটি ভাতা সংযুক্ত থাকবে।
গুরুত্বপূর্ণ লিংক / তারিখ (Important Links / Dates)-
অফিসিয়াল বিজ্ঞপ্তি- | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট- | Click Here |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- | ২৩ ডিসেম্বর, ২০২৪ |
আবেদন শুরুর তারিখ- | ২৩ জানুয়ারি, ২০২৫ |
আবেদনের শেষ তারিখ- | ২২ ফেব্রুয়ারি, ২০২৫ |
The Midnapore Times এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন!