অমিত খিলাড়ি, ডেবরা: মেদিনীপুর হাসপাতালে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে সিআইডি। সিআইডি প্রতিনিধি দল তদন্তে জানতে পেরেছে, গত বুধবার অর্থাৎ ৮ জানুয়ারি, ঘটনার দিন ডক্টর দিলীপ পাল মেদিনীপুর হাসপাতালের দায়িত্বে থাকলেও তিনি তখন প্রায় ৪০ কিলোমিটার দূরে বালিচকের গঙ্গা নার্সিংহোমে দুটি প্রসূতির সিজারিয়ান অপারেশন করেছিলেন।
সিআইডি সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ওই নার্সিংহোমে হানা দিয়ে সেখানকার রেজিস্টার খাতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হয়েছে। ডক্টর পাল কখন ওই নার্সিংহোমে পৌঁছেছিলেন এবং কখন বেরিয়ে গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল।
নার্সিংহোমের মালিক বিদ্যুৎ কুমার পাল জানিয়েছেন গত ৮ই জানুয়ারি বুধবার সকালে দুটি প্রসূতি রোগীর সিজারিয়ান অপারেশন করেছিলেন ডঃ দিলীপ পাল। এবং প্রায় সাড়ে ১১ টা নাগাদ তিনি নার্সিংহোম ছেড়ে মেদিনীপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
এদিকে, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেদিনীপুর হাসপাতালের এই ঘটনায় দায়িত্বে থাকা সুপারসহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। এই তালিকায় রয়েছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা।
এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিআইডি-র তদন্ত কী মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে সবার।