শাশুড়িকে মৃ* ত দেখিয়ে ২ লক্ষ টাকা আত্মসাত! তৃণমূলের প্রাক্তন গ্রাম প্রধান বৌমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া: নিজের জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধু বিমার ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন গ্রাম প্রধান সাইদা সাবানা বানু খাতুনের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন তার শাশুড়ি ময়না বিবি এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালে নবমীর রাতে খুন হন তৎকালীন তৃণমূল নেতা কুরবান আলি শা। তাঁর স্ত্রী সাইদা সাবানা বানু খাতুন তখন ছিলেন মাইসোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, প্রধান থাকার সুযোগ নিয়ে তিনি কাগজে-কলমে জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধু বিমার ২ লক্ষ টাকা একাই আত্মসাৎ করেন।

অভিযুক্ত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের শাশুড়ি ময়না বিবি বলেন, “আমি এখনো জীবিত! আমার ছেলে মারা যাওয়ার পর বৌমা ক্ষমতার জোরে আমাকে মৃত দেখিয়ে ওই টাকা হাতিয়ে নেয়। আমি পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন আমরা তমলুক জেলা আদালতে অভিযোগ করেছি। আমি চাই বৌমার কঠোর শাস্তি হোক।”

অভিযুক্ত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান সাইদা শাবানা বানু খাতুন
অভিযুক্ত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান সাইদা শাবানা বানু খাতুন

প্রাক্তন প্রধান সাইদা সাবানা বানু খাতুন সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা দাবি করেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি প্রশ্ন তোলেন, “টাকা পাওয়ার পাঁচ বছর পর কেন এই অভিযোগ? এটা সম্পূর্ণ রাজনৈতিক ও পারিবারিক প্রতিশোধ। আমি পুরনো একটি ঘটনায় আগেই ময়না বিবির ছেলেদের নামে এফআইআর করেছিলাম, তাই এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

অপরদিকে মাইসোরা গ্রামের বর্তমান বিজেপি গ্রাম প্রধান বলেন, “তৃণমূল এতটাই দুর্নীতিগ্রস্ত যে, নিজেদের বাড়ির লোককেও ছাড় দিচ্ছে না!” তবে তৃণমূল জেলা নেতৃত্ব এটিকে ‘পারিবারিক বিষয়’ বলে দায় এড়িয়ে গেছে।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

140,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

Paschim Medinipur: বিয়ের একদিন পরেই নববধূর মৃ*ত্যু ঘিরে যান চলো ছড়ালো সবংয়ে

অমিত খিলাড়ি,সবং: জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার...

পিংলার মন্ডলবাড়ে যাত্রা দলের বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

পিংলা, অমিত খিলাড়ি: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মন্ডলবাড়...
WhatsApp