পশ্চিম মেদিনীপুর: মাধ্যমিকের গণিত পরীক্ষা ভালো না হওয়ায় চরম সিদ্ধান্ত নিল এক ছাত্র। রবিবার ভোরে নিজের ঘরে গলায় ফাঁ* স লাগিয়ে আ* ত্ম ঘাতী হলেন শুভম দুয়ায়ী (১৬)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জলচক অঞ্চলের নাড়াথা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, শুভম মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এবং গণিত পরীক্ষার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরীক্ষায় খারাপ করার আশঙ্কায় সে চরম সিদ্ধান্ত নেয় বলে অনুমান। রবিবার সকালে পরিবারের লোকেরা দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। দরজা ভেঙে তাঁরা দেখতে পান, ঘরের ভিতরে গলা* য় ফাঁ * স লাগানো অবস্থায় ঝুলছে শুভমের নিথর দে* হ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ* ত ঘোষণা করেন।
এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। প্রিয় বন্ধুর মৃ* ত্যুতে বাকরুদ্ধ সহপাঠীরা। বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার চাপ এবং মানসিক উদ্বেগ থেকে আ* ত্মহননের ঘটনা দিন দিন বাড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া দরকার বলে মনে করছেন শিক্ষাবিদরা।
পিংলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরীক্ষার ফলাফল বা মানসিক চাপে আ* ত্মহ ত্যার মতো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন মনোবিদরা।