পিংলা, অমিত খিলাড়ি: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মন্ডলবাড় এলাকায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডেবরার ডিঙ্গল এলাকায় যাত্রানুষ্ঠান শেষ করে দলটি ময়নার হোগলাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে, পিংলা থেকে একটি লরি মুন্ডুমারির দিকে যাচ্ছিল। মন্ডলবাড় এলাকায় যাত্রাদলের বাসের সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসের চালক সহ আরও দু’জন গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের এক শিল্পী জানান, ‘‘আমরা রাতের অনুষ্ঠান শেষে সকালে ময়নার দিকে যাচ্ছিলাম। হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি লরি আমাদের বাসে সজোরে ধাক্কা মারে। এতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে।’’

দুর্ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরই লরির চালক পলাতক হয়েছেন। পুলিশ তার সন্ধান শুরু করেছে। অন্যদিকে, যাত্রাদলের পরবর্তী অনুষ্ঠান হোগলাবাড়িতে নির্ধারিত থাকায় কমিটির উদ্যোক্তারা চিন্তিত।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের তরফে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।