সবং: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সবং ব্লক কমিটির বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। সবংয়ের (Sabang) বেনেদীঘি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে হাজারেরও বেশি সরকারি কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি প্রতাপ নায়ক, সবংয়ের প্রাক্তন বিধায়িকা গীতারানী ভুঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেক আবু কালাম বক্স সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এই সম্মেলনে শুধু সবং ব্লকের কর্মচারীরাই নয়, জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকেও সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, কর্মসংস্কৃতি এবং প্রশাসনিক নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে উপস্থিত নেতারা সরকারি কর্মচারীদের স্বার্থরক্ষায় ফেডারেশনের ভূমিকার কথা তুলে ধরেন এবং কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। সম্মেলনের শেষে সকল কর্মচারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।