ফের ভুয়ো শিক্ষক নিয়োগ কাণ্ডে গ্রেফতার প্রধান শিক্ষক, তোলপাড় তমলুকে

তমলুক ব্লকের খামারচক হাইস্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় ফের বড়সড় পদক্ষেপ করল সিআইডি। স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এর আগে একই স্কুল থেকে শুভেন্দু হাটুয়া নামে এক ভুয়ো শিক্ষক এবং প্রাক্তন ডিআই (সেকেন্ডারি) চাপেশ্বর সর্দারকেও গ্রেফতার করা হয়েছিল।

২০০৯ সালে এসএসসি পরীক্ষা ছাড়াই চাকরি!

সূত্রের খবর, ২০০৯ সালে এসএসসি পরীক্ষা না দিয়েই স্কুলে নিয়োগ পান অয়নকুমার দাস নামে এক ব্যক্তি। দীর্ঘ এক দশক ধরে তিনি শিক্ষকতা চালিয়ে গেলেও, ২০১৯ সাল থেকে নিয়মিত সরকারি বেতন পেতে শুরু করেন। সম্প্রতি শিক্ষকদের নথি যাচাইয়ের সময় অয়নকুমার দাসের নথিতে গুরুতর গড়মিল ধরা পড়ে। এরপর জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) পলাশ রায় তমলুক থানায় অভিযোগ দায়ের করেন।

সিআইডির তদন্তে নতুন মোড়

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। গত ১০ মার্চ ভুয়ো শিক্ষক অয়নকুমার দাসকে গ্রেফতার করা হয়। তদন্তের অগ্রগতির সঙ্গে উঠে আসে স্কুলের প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়ার নাম। তার ভূমিকা স্পষ্ট হতেই শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

আগেও ঘটেছে একই ঘটনা

খামারচক হাইস্কুলে ভুয়ো নিয়োগ কাণ্ড এই প্রথম নয়। গত বছর শুভেন্দু হাটুয়া নামে আরও এক ভুয়ো শিক্ষক ধরা পড়েন। সেই সময় প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়া এবং প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকেও গ্রেফতার করেছিল পুলিশ। কিছু মাস পর জামিনে মুক্তি পান তাঁরা। তবে ফের একই স্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শিক্ষা মহলে আলোড়ন

একই স্কুলে একাধিকবার ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনা সামনে আসায় শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডির তরফে ইঙ্গিত মিলেছে, তদন্তের জালে আরও কিছু বড় নাম উঠে আসতে পারে। শিক্ষা ব্যবস্থায় এই ধরনের দুর্নীতি বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

140,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

মধ্যরাতে সবংয়ের ভয়াবহ পথদু*র্ঘটনা: মৃ*ত্যু ২, আ*হত ২

অমিত খিলাড়ি, সবং : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে...

Purba Medinipur: পুকুর ভরাট করে নার্সিংহোম তৈরির অভিযোগ, তমলুকের ১১ নং ওয়ার্ডে চরম রাজনৈতিক...

তমলুক: তমলুকের ১১ নং ওয়ার্ডে একটি পুকুর বুজিয়ে নার্সিং...
WhatsApp