ডেবরা, ১৬ এপ্রিল: বালিচক ফ্লাইওভার নির্মাণে দীর্ঘ বিলম্ব, জরুরি যানবাহনের যাতায়াতে সমস্যা, এবং জল নিকাশি সমস্যার সমাধান না হওয়ায় ফের আন্দোলনে সরব হল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। বুধবার সকালে বালিচক রেল স্টেশন চত্বরে জমায়েত শুরু করেন কমিটির নেতৃত্ব ও সদস্যরা। পরে মেদিনীপুর রেল স্টেশন থেকে মিছিল করে তাঁরা জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনের আয়োজন করেন।
মূল দাবিগুলি কী কী?
কমিটির তরফে জানানো হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে তাঁরা এই আন্দোলনে নেমেছেন। সেগুলি হল—
বালিচক ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে
রেল ক্রসিংয়ে অ্যাম্বুলেন্স, স্কুলগাড়ি ও মোটরসাইকেলের নিরাপদ পারাপারের সুযোগ চালু করতে হবে
পাওয়ার স্টেশন থেকে শ্যামচক পর্যন্ত মাঝপথে বন্ধ হয়ে থাকা রাস্তা পুনরায় নির্মাণ ও দ্রুত সম্পূর্ণ করতে হবে
জল জমার সমস্যার স্থায়ী সমাধানে নতুন কালভার্ট নির্মাণ ও পুরনো ক্যানেল সংস্কার করতে হবে

জমায়েত ও মিছিল
সকালে বালিচক স্টেশন প্রাঙ্গণে জমায়েতের পর বেলা সাড়ে ১১টা নাগাদ মিছিল শুরু হয় মেদিনীপুর রেল স্টেশন থেকে। এরপর আন্দোলনকারীরা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভে বসেন। শেষ পর্যন্ত প্রশাসনের হাতে ডেপুটেশনও জমা দেন তাঁরা।
কমিটির বক্তব্য
কমিটির সদস্যদের অভিযোগ, বহুদিন ধরে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন কমিটির নেতৃত্ব।
স্থানীয়দের অভিমত
এক আন্দোলনকারী বলেন, “এখানে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু পরিকাঠামোর এই দুরবস্থায় সাধারণ মানুষকে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যার সমাধান না হলে এবার চুপ করে বসে থাকব না।”
বালিচক অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন ঘিরে এই আন্দোলন আগামী দিনে প্রশাসনের দৃষ্টিগোচর কতটা হয় এবং এর ফল কী হয়, এখন সেটাই দেখার বিষয়।