অমিত খিলাড়ি, ডেবরা: শিবের মাথায় জল ঢালতে এসে নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার শ্রীরামপুর এলাকায়। নিখোঁজ হওয়া ওই মহিলার নাম সোমা লায়েক বাগ (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত নন্দাই গাজন গ্রামের বাসিন্দা সোমা, কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়ে বলেন ডেবরার শ্রীরামপুরে শীব মন্দিরে জল ঢালতে যাচ্ছেন। তারপর থেকেই আর কোনও খোঁজ নেই তাঁর।

স্বামী গোপাল বাগ জানান, বছর সাতেক আগে পাঁশকুড়ার একটি মন্দিরে সোমার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজন মিলে সুখেই সংসার করছিলেন। তাদের সংসারে রয়েছে একটি দু’বছরের কন্যা সন্তান। হঠাৎ এই ভাবে স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে প্রথমে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও কোনও খোঁজ না পেয়ে শেষমেশ গোপালবাবু ডেবরা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।
আজ, শুক্রবার গোপালবাবু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ত্রীর খোঁজ পেতে গলা ভেজালেন কান্নায়। করুণ আকুতি জানিয়ে বলেন— “আমার মেয়েটা তার মাকে খুঁজছে… কেউ যদি কিছু জানতে পারেন, দয়া করে জানান।”
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গৃহবধূ কোথায় গেলেন, কীভাবে নিখোঁজ হলেন, এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।