কাঁথি, পূর্ব মেদিনীপুর: রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে, যার অন্যতম নজির ছিল আরজি কর হাসপাতালের ঘটনা। সেখানে নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা চলতে থাকলেও, এ ঘটনার ক্ষত এখনো তাজা। এর মধ্যেই আবারও এক ভয়াবহ ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ে। এবার কলেজের নির্মীয়মান হোস্টেল ভবনের তিন তলা থেকে রহস্যজনকভাবে পড়ে যান প্রথম বর্ষের এক ছাত্রী, যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পুরো ক্যাম্পাসে।
কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটালের নির্মীয়মান হোস্টেল ভবনের তিন তলা থেকে প্রথম বর্ষের এক ছাত্রী রহস্যজনকভাবে নিচে পড়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কলেজ ক্যাম্পাসে। শব্দ শুনে অন্যান্য ছাত্রীরা ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে কলকাতা বেলেঘাটা’র মনিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহত ছাত্রীর নাম সমন্বীতা দত্ত, যার বাড়ি কলকাতার কসবাতে। সূত্রে জানা গেছে, এই প্রথম বর্ষের ছাত্রী সম্প্রতি মানসিক সমস্যায় ভুগছিলেন। যদিও হোস্টেলের উপরের ফ্লোর তালাবদ্ধ ছিল, তবু তিনি কীভাবে সেখানে উঠলেন, তা নিয়ে চলছে তদন্ত। নিরাপত্তা রক্ষি জানিয়েছে- ঘটনার সময় সে সেখানে উপস্থিত ছিল না, তবে তার বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছে প্রথম বর্ষের ওই ছাত্রী ঘটনার সময় (প্রায় রাত্রি দশটা) মোবাইলে কথা বলছিল।
নিরাপত্তার পরিকাঠামো থাকা সত্ত্বেও, ওই ছাত্রী কীভাবে নির্মীয়মান হোস্টেলের ছাদে উঠেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। ঘটনার রহস্যভেদ করতে সহপাঠী, বন্ধুবান্ধব ও নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।
কলেজের কয়েকজন ছাত্রী ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে না চাইলেও জানান, ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং বারবার অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ।
এই ঘটনায় আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটালে নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে জোরালো উদ্বেগের সৃষ্টি হয়েছে।