জঙ্গলমহলের দেবাশীষের মহানুভবতায় ৮ বছর পর মেদিনীপুর থেকে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের শ্যামবলী

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলা এলাকার এক যুবক দেবাশীষ দাসের মহানুভবতার ফলে ৮ বছর পর বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের শ্যামবলী। ২০১৬ সালের ২ আগস্ট, সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ৩০ বছর বয়সী শ্যামবলী। দীর্ঘ ৮ বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত তিনি পৌঁছে যান পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের কাছে ভাদুতলা এলাকায়।

প্রায় তিন মাস আগে, দেবাশীষ দাস, যিনি একটি নেশা নিরাময় কেন্দ্রের কর্ণধার, ভাদুতলা এলাকায় এক অজ্ঞাত যুবককে ঘোরাঘুরি করতে দেখে। দেবাশীষ, তার অবস্থা দেখে বুঝতে পারেন যে, যুবকটি মানসিক ভারসাম্যহীন। তিনি শালবনী থানার সাথে যোগাযোগ করে ওই যুবককে নিজের নেশা নিরাময় কেন্দ্রে নিয়ে যান এবং মানসিক রোগের চিকিৎসকের সাহায্যে তার চিকিৎসা শুরু করেন। ধীরে ধীরে, শ্যামবলী সুস্থ হতে শুরু করেন এবং তার পরিচয় পাওয়ার পর জানা যায়, তিনি উত্তরপ্রদেশের চন্দৌলী জেলার সলেমপুর গ্রামের বাসিন্দা।

দেবাশীষ দাস গুগল সার্চ করে শ্যামবলীর গ্রামের থানার ফোন নম্বর সংগ্রহ করেন এবং পুলিশের সাহায্যে ৮ বছর আগে নিখোঁজ যুবকের পরিবারের সাথে যোগাযোগ করেন। এর পর শ্যামবলীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। রবিবার দুপুরে শ্যামবলীর দাদা ও ভাইপো মেদিনীপুর স্টেশনে পৌঁছান এবং দেবাশীষ শ্যামবলীকে তাদের হাতে তুলে দেন।

দেবাশীষ বলেন, “নেশা নিরাময় কেন্দ্র চালানোর মাধ্যমে মানুষের নানা কষ্ট ও সমস্যা বোঝার সুযোগ হয়েছে। ওই যুবককে দেখে আমি মায়া অনুভব করি। তাকে সুস্থ করে তুলে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার একটি চ্যালেঞ্জ গ্রহণ করি।”

শ্যামবলীর পরিবারের সদস্যরা দেবাশীষকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শ্যামবলীর দাদা চোখের জল ফেলেন, আর দেবাশীষও মনের গভীরে সেই আবেগ অনুভব করেন। ৮ বছর পর পরিবারকে আবার একত্রিত দেখে সবাই অভিভূত।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

140,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

পূর্ব মেদিনীপুর: এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন চিকিৎসক এবং...

শাশুড়িকে মৃ* ত দেখিয়ে ২ লক্ষ টাকা আত্মসাত! তৃণমূলের প্রাক্তন গ্রাম প্রধান বৌমার বিরুদ্ধে...

নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া: নিজের জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক...

PF থেকে সহজে এইভাবে টাকা তুলতে পারবেন, জানুন সম্পূর্ণ প্রক্রিয়া!

পেনশন এবং অবসরকালীন সুরক্ষার জন্য প্রভিডেন্ট ফান্ড (EPF) গুরুত্বপূর্ণ...
WhatsApp