পূর্ব মেদিনীপুর: এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন চিকিৎসক এবং তার সহকারীর বিরুদ্ধে রোগীর পরিবারের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। জানা গেছে, এগরা ১ ব্লকের জেড়থান গ্রামের বাসিন্দা তপন বেরা গত শুক্রবার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে এই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পরেও তপন বেরার স্ত্রীর অবস্থা উন্নত না হওয়ায় তারা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সুপ্রতিম মান্নার পরামর্শ নিতে আসেন। তবে অভিযোগ, ডাক্তারের সাথে কথা বলার সময় তিনি রোগীর পরিবারের সাথে অশালীন আচরণ করেন এবং তপন বেরাকে “গরুর ডাক্তার” দেখানোর পরামর্শ দেন।
এছাড়া, চিকিৎসকের সহকারী সায়ন মিশ্রও অসুস্থ রোগীর প্রতি অমানবিক মন্তব্য করেন এবং তাকে “মেরে ফেলার” পরামর্শ দেন বলে অভিযোগ করেছেন তপন বেরা। এই ঘটনার পর সোমবার সকালে তপন বেরা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই অভিযোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যেখানে সাধারণত ডাক্তারদের “ভগবানের” সাথে তুলনা করা হয়, সেখানে এমন আচরণ নিয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় মানুষদের মতে, ডাক্তারদের এমন আচরণ চিকিৎসা ক্ষেত্রের প্রতি মানুষের বিশ্বাসকে ক্ষুণ্ন করছে এবং এতে রোগী ও তাদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হচ্ছেন।