অমিত খিলাড়ি, সবং : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে ঘটে যাওয়া মর্মান্তিক পথদু*র্ঘটনা স্তম্ভিত করেছে এলাকাবাসীকে। সোমবার গভীর রাতে তেমাথানি-কাঁটাখালি রাজ্যসড়কের বাড়জীবন ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটে যায় এই ভয়াবহ দু*র্ঘটনা। জানা গেছে, দুর্ঘটনায় মৃ*ত্যু হয়েছে দুই কিশোরের, আ*হত হয়েছে আরও দুইজন।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত আনুমানিক ১টা নাগাদ, চার যুবক একটি বাইকে করে তেমাথানি থেকে সবংয়ের দিকে যাচ্ছিল। বাড়জীবন ব্রীজের কাছে তাদের বাইকটি একটি মেশিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এই সংঘর্ষে বাইকটি এবং যাত্রীরা সজোরে ছিটকে পড়ে যায়।
দুর্ঘ*টনায় প্রা*ণ হারানো দুই কিশোরের নাম শিবু কোটাল (১৭) ও শাশ্বত চিতপতি (১৮), যাদের বাড়ি সবং এলাকায়। আ*হত দুইজনকে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক থাকায় তাকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর এক যুবক সবং গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং চারজনকেই উদ্ধার করে। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘ*টনার পর মেশিন ভ্যানের চালক পলাতক রয়েছে। সবং থানার পুলিশ ইতিমধ্যেই দুর্ঘ*টনাগ্রস্থ বাইকটি উদ্ধার করেছে এবং মৃত*দেহ দুটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘ*টনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে এমন দু*র্ঘটনা আর কতগুলি প্রাণ কেড়ে নেবে, এই প্রশ্নে এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে।