অমিত খিলাড়ি, ডেবরা : বুধবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্টেট বাসের ধাক্কায় প্রাণ হারালেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার শ্রীরামপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালবেলায় ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে পাঁশকুড়া থেকে ডেবরার দিকে আসা বাসটি শ্রীরামপুর বাজারের কাছাকাছি পৌঁছালে, রাস্তায় পারাপার করতে থাকা বৃদ্ধকে আচমকা ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান ওই বৃদ্ধ। মৃত ওই বৃদ্ধর নাম রাজেন্দ্রনাথ সামন্ত, বাড়ি পাঁশকুড়া থানার বনমালিপুর এলাকায়।
মর্মান্তিক দুর্ঘটনার বেশ কিছুক্ষণের জন্য ১৬ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্ট হয়। পরিস্থিতি সামাল দিতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ডেবরা থানার ট্রাফিক ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়।