শিশু দিবস উপলক্ষে ডেবরা পপুলার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

অমিত খিলাড়ি, ডেবরা : শিশু দিবস উপলক্ষে ডেবরা পপুলার ক্লাব আয়োজন করল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এটি কেবল একটি রক্তদান শিবির নয়, বরং ২০ বছর ধরে এই ক্লাবের নিয়মিত উদ্যোগের একটি অংশ। মদন মোহন পাত্রের নেতৃত্বে ডেবরা পপুলার ক্লাব এই মহৎ কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে। ডেবরা পপুলার ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৫ সালে, এবং আজকের দিনে এটি স্থানীয় সমাজকল্যাণের অগ্রণী একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এবারের শিবিরে মোট ৮০ জন রক্তদান করেছেন, যার মধ্যে ১৫ জন মহিলা এবং বাকি পুরুষ। রক্ত সংগ্রহের পর তা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়, যেখানে রক্তের প্রয়োজনীয়তা পূরণে এই রক্ত ব্যবহৃত হবে। ক্লাবের এই প্রচেষ্টার ফলে অনেক জীবন বাঁচানো সম্ভব হচ্ছে, যা সমাজে তাদের অবদানের একটি বড় দৃষ্টান্ত।

ডেবরা পপুলার ক্লাব শুধু রক্তদান শিবিরই নয়, আরও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। ক্লাবটি গত ৪০ বছর ধরে টীকাকরণ কর্মসূচিও চালিয়ে যাচ্ছে, যার ফলে স্থানীয়দের মধ্যে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে। এছাড়াও, ক্লাবটি বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির মত সামাজিক সচেতনতামূলক কাজ করে থাকে। শিশু দিবসের মত একটি দিনে রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে ক্লাবটি সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি মানবিক উদাহরণ স্থাপন করেছে।

এমন মহৎ উদ্যোগে ক্লাবের সদস্যদের পাশাপাশি সমাজের সাধারণ মানুষও অংশগ্রহণ করছেন। ডেবরা পপুলার ক্লাবের এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও চলতে থাকবে বলে আশাবাদী সবাই।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

140,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আকুই পূর্ব পাড়ায় ৫৫ বছরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা

বাঁকুড়া: বাঙালির জীবনে পূজা পার্বণের কোনো শেষ নেই। দুর্গা...

১৩ নভেম্বর ২০২৪: আজকের রাশিফল – কেমন যাবে আপনার দিন?

Ajker Rashifal: আজ ১৩ নভেম্বর ২০২৪, দেখে নেওয়া যাক...

বালিচকে উড়ালপুল নির্মাণের জন্য বন্ধ রেলগেট: দুর্ভোগে নিত্যযাত্রীরা, বিক্ষোভ ডেবরা বিডিও অফিসে

অমিত খিলাড়ি, ডেবরা: পশ্চিম মেদিনীপুরের বালিচক রেলগেট ৯০ দিনের...
WhatsApp