Kolkata: কলকাতার কসবা এলাকায় শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গু* লি চালানোর ঘটনা ঘটে। তিনি কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনার সময় তিনি নিজের বাড়ির সামনে বসে ছিলেন। অভিযোগ, দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে হামলা চালায়।
সুশান্ত ঘোষ জানান, দুই যুবক তাঁর সামনে এসে বুকে ব* ন্দুক ঠেকায়। একজন ট্রিগার চেপে গু* লি চালানোর চেষ্টা করে, কিন্তু ট্রিগার লক হয়ে যাওয়ায় গু* লি চলে না। দ্বিতীয়বার একই চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় তিনি দুষ্কৃতীকে থাপ্পড় মারেন, যা ব* ন্দুকটি দুষ্কৃতীর হাত থেকে ফেলে দেয়। এরপর গু* লি ছিটকে বাড়ির দরজায় লাগে।
সুশান্তবাবুর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা এক দুষ্কৃতীকে ধরে ফেলে এবং গণধো* লাই দিয়ে পুলিশে তুলে দেন। অন্য দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায়।
পুলিশের হাতে ধৃত যুবক দাবি করে, মকম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। টাকার ছবি দেখানো হয়েছিল তাকে। কিন্তু টাকা হাতে পায়নি সে। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সুশান্ত ঘোষের বক্তব্যের ভিত্তিতে হামলার উদ্দেশ্য ও পিছনের চক্রান্ত খতিয়ে দেখা হচ্ছে।