Kolaghat: সরকারি টেন্ডারের কাজ নিয়ে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা-২ গ্রাম পঞ্চায়েতে। সরকারি টেন্ডারে পাওয়া আইসিডিএস কেন্দ্রের কাজ করতে গিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন ঠিকাদার অমিত রায়। এই ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
ঠিকাদার অমিত রায়ের অভিযোগ, সিদ্ধা-২ গ্রাম পঞ্চায়েতের বলিশ্বর গ্রামে আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য ১২ লক্ষ টাকার কাজ পান তিনি। গত ১৩ নভেম্বর তিনি জেসিবি মেশিন নিয়ে কাজ শুরু করেন। সন্ধ্যায় পঞ্চায়েত প্রধান হামিদুল খাঁন ঘটনাস্থলে এসে তার সঙ্গে তর্কবিতর্ক জড়িয়ে পড়েন। অভিযোগ, পরে তর্কবিতর্ক থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় পরিস্থিতি।
ঠিকাদার অমিত রায় আরও দাবি করেন, পঞ্চায়েত প্রধান টাকার জন্য তাকে মারধর করেছেন। এই বিষয়ে তিনি পরদিন কোলাঘাটের বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রধানের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানান।
অন্যদিকে, পঞ্চায়েত প্রধান হামিদুল খাঁন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শুধুমাত্র জানতে গিয়েছিলাম কেন পঞ্চায়েতকে জানানো ছাড়াই কাজ শুরু করা হয়েছে। তখনই ঠিকাদার আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আমি তাকে কোনওভাবেই মারধর করিনি।”
বর্তমানে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার অমিত রায়। তিনি নিরাপত্তাহীনতার আশঙ্কা করছেন বলে দাবি করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। পঞ্চায়েত প্রধান এবং ঠিকাদারের মধ্যে এই বিরোধের সমাধান কবে হবে, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা চিন্তিত।