Sundarban: সুন্দরবনের অরণ্যে আবারও শুরু হতে যাচ্ছে বাঘ শুমারি। এই উদ্যোগের মাধ্যমে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণের পাশাপাশি তাদের জীবনযাত্রার বিভিন্ন অজানা দিক পর্যবেক্ষণ করা হবে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতায় ৪৫ দিন ধরে চলবে ক্যামেরা ট্র্যাপিং।
আগামী ১লা ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই শুমারি। বাঘের সঠিক গণনা এবং পর্যবেক্ষণের জন্য শুমারির সময় প্রতি শুক্রবার সুন্দরবনের জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে। এর ফলে শুমারির কাজে বনকর্মীদের আরও সুনির্দিষ্ট ফলাফল পাওয়া সম্ভব হবে।
সুন্দরবনের ৪১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বসানো হবে ১৪৪৪টি ক্যামেরা। এই ক্যামেরাগুলো ৪৫ দিন ধরে বাঘের গতিবিধি, আচরণ এবং জীবনযাত্রার বিভিন্ন মুহূর্ত রেকর্ড করবে। গতবারের মতো এবারও এই ক্যামেরাগুলো বাঘ ছাড়াও মেছো বিড়াল, বন শুকরসহ অন্যান্য প্রাণীর ছবি ধারণ করবে।
শুমারির জন্য ২১শে নভেম্বর থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু করবেন বনকর্মীরা। ২৬শে নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বনকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতবার শুমারির সময় বাঘের শাবকদের খুনসুটি, শিকার করার দৃশ্যসহ অনেক চমকপ্রদ মুহূর্ত ধরা পড়েছিল। এবারও ক্যামেরায় উঠে আসবে বাঘেদের জীবনযাত্রার নতুন নতুন দিক।
শীতের মৌসুমে সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের বাঘ দর্শনের আশা যেন আরও বাড়িয়ে তুলেছে এই শুমারি। বাঘের নতুন তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের এই উদ্যোগ শুধু পর্যটকদের জন্য নয়, প্রাণী সংরক্ষণের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। সুন্দরবনের এই শুমারি প্রকল্প কেবল বাঘের সঠিক সংখ্যা নির্ধারণেই সীমাবদ্ধ নয়, বরং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতীক।