Purba Medinipur: সরকারি বাসে ২০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১৪ জন

কাঁথি: সরকারি বাসে গাঁজা পাচারের চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো ১৪ জন, যার মধ্যে দু’জন মহিলা রয়েছেন। কাঁথি থানার পুলিশ ২০০ কেজি গাঁজা সহ এই অভিযুক্তদের আটক করে। এই ঘটনা কাঁথি শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাচারের পরিকল্পনা করা হয়েছিল। কাঁথি থানা পুলিশ আধিকারিক দিবকর দাস এবং থানার আইসি প্রদীপ কুমার দানের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মারিশদা থানার ওসি বুদ্ধদেব মালও উপস্থিত ছিলেন। সরকারি বাসে গাঁজা পরিবহনের ঘটনাটি পুলিশের কাছে আগাম খবর ছিল, যার ভিত্তিতে বাসটি আটকানো হয়। বাসে তল্লাশি চালিয়ে ২০০ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়।

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবকর দাস জানান, “বিপুল পরিমাণ গাঁজা (২০০ কেজি) উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনার পেছনে বড় চক্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “সরকারি বাসের চালক এবং অন্যান্য অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এত বড় মাপের গাঁজা উদ্ধার হওয়ায় কাঁথি শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন। তবে সরকারি বাস ব্যবহার করে এমন অপরাধ সংঘটিত হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

140,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

Pascim Medinipur: বালিচক রেল স্টেশনের উন্নয়নের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন

অমিত খিলাড়ি, ডেবরা: বালিচক স্টেশনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে স্থানীয়...

আবর্জনার স্তুপে নাকাল ডেবরা, দুর্গন্ধে অতিষ্ট সাধারণ মানুষ

অমিত খিলাড়ি, ডেবরা: আবর্জনার স্তুপে নাকাল ডেবরা দুর্গন্ধে অতিষ্ট...

পাঁশকুড়ায় আবাস যোজনা প্রতারণা বিডিও অফিস থেকে ফোনের নাম করে টাকা দাবির অভিযোগ

পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে বাংলা আবাস যোজনাকে কেন্দ্র...

Ajker aboha: আজ কেমন থাকবে পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া

Paschim Medinipur:- আজ পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া বেশ আরামদায়ক এবং...
WhatsApp