অমিত খিলাড়ি, পশ্চিম মেদিনীপুর : রবিবার অনুষ্ঠিত অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হলো ‘মেদিনীপুর মিডিয়া ইলেভেন’। সারা রাজ্যের মিডিয়া টিমগুলিকে হারিয়ে এই দিবারাত্রির একদিনের টুর্নামেন্টে শিরোপা জিতলেন পশ্চিম মেদিনীপুরের সাংবাদিকরা।
হাওড়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের নয়টি প্রেসক্লাব অংশ নেয়। মেদিনীপুর মিডিয়া ইলেভেন থেকে শুরু করে বারুইপুর, কলকাতা, এবং অন্যান্য জেলার টিমগুলো তাদের প্রতিভার ঝলক দেখায়।
ফাইনালে মেদিনীপুরের প্রতিদ্বন্দ্বী ছিল বারুইপুর প্রেস ক্লাব। টসে জিতে মেদিনীপুর প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বারুইপুর ৪ ওভারে ৬৪ রান তোলে। জবাবে, মেদিনীপুর মিডিয়া ইলেভেন দুই বল বাকি থাকতেই ১০ উইকেটে জয়লাভ করে। এই দুর্দান্ত জয়ের মাধ্যমে তারা বাংলার প্রথম মিডিয়া ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়।
মেদিনীপুর মিডিয়া ইলেভেনের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। তিনি বলেন “এই অসাধারণ সাফল্য আমাদের সকলের জন্য গর্বের। সাংবাদিকরা শুধু পেশাগত ক্ষেত্রে নয়, ক্রীড়াঙ্গনেও নিজেদের প্রতিভা প্রমাণ করেছেন।”
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা, হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদের উপস্থিতি প্রতিযোগিতার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
মেদিনীপুর মিডিয়া ইলেভেনের এই জয় শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, পুরো জেলার গর্ব বৃদ্ধি করেছে। এমন আয়োজন ভবিষ্যতে মিডিয়ার সহযোগিতা এবং ক্রীড়ার প্রতি উৎসাহ আরও বাড়াবে।