Tripura: ত্রিপুরার উপজাতি ছাত্র-ছাত্রীরা আবারও জনজাতি কল্যাণ দপ্তরের দারস্থ হয়েছেন তাদের বকেয়া স্কলারশিপ মেটানোর দাবিতে। তাদের অভিযোগ, এক সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ দুই সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু দপ্তরের কোনো সাড়া মেলেনি।
এক ছাত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা ফি জমা দিতে হবে। কিন্তু স্কলারশিপের টাকা না পেলে তারা কীভাবে এই ফি পরিশোধ করবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, গত ১ নভেম্বর এই ছাত্র-ছাত্রীরা দপ্তরে গিয়ে যোগাযোগ করেন। তখন তাদের জানানো হয়েছিল, ফিজিক্যাল ইনস্পেকশন শেষ করে যদি তারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়, তবে এক সপ্তাহের মধ্যেই তাদের স্কলারশিপের টাকা দেওয়া হবে।
কিন্তু সময় পার হওয়ার পরও প্রতিশ্রুতি পূরণ হয়নি। এর মধ্যে গত ১৮ নভেম্বর তারা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্র-ছাত্রীরা।
তাদের দাবি, দ্রুত বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়া হোক, যাতে তারা তাদের পরীক্ষার ফি সময়মতো জমা দিতে পারে। জনজাতি কল্যাণ দপ্তর এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।