অমিত খিলাড়ি, ডেবরা : পশ্চিম মেদিনীপুরের ডেবরার পানিগেড়িয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ গুরুতর আহত আরও ১। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি স্কুটি নিয়ে ডেবরা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি পানিগেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনায় স্কুটিতে থাকা দু’জনই রাস্তার ওপর ছিটকে পড়ে।
প্রাইভেট গাড়িটির গতিবেগ বেশি থাকায় ঘটনাস্থলেই স্কুটিতে থাকা একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। এখনও পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় আমরা জানতে পারিনি। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহটি উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
সূত্রের খবর ওই মৃত দেহটিকে আজ বুধবার ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে। অপরদিকে স্কুটি ও প্রাইভেট গাড়িটি আটক করে থানায় নিয়ে গিয়েছে ডেবেথনার পুলিশ। তবে প্রাইভেট গাড়ির চালক ঘটনাস্থল থেকে পলাতক। দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের খড়্গপুর অভিমুখে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। ইতিমধ্যেই পলাতক ওই প্রাইভেট গাড়ির চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে ডেবরা থানার পুলিশ।