অমিত খিলাড়ি, মাদপুর: ১৬ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘ*টনা ঘটলো বুধবার। স্থানীয় সূত্রে জানাযায় খড়গপুর থেকে ডেবরার দিকে যাওয়ার সময় মাদপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্য বোঝাই ১২ চাকার লরি রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘ*টনার ফলে জাতীয় সড়কে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের চলাচলে ব্যাপক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং খড়গপুর লোকাল থানার পুলিশ। উদ্ধারকাজে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এবং লরিটি সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয়।
লরির চালক ও খালাসি উভয়েই ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে। দুর্ঘ*টনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।