অমিত খিলাড়ি, ডেবরা: নিজের হাতে উদ্ধার করা কেউটে সাপের পরিচর্যা করার সময় কেউটোর ছোবলেই মৃ*ত্যু হল বালিচকের বিশিষ্ট সর্প উদ্ধারকারী দীপক সর্দারের! শোকের ছায়া এলাকায়।
বালিচক অঞ্চলের প্রখ্যাত সর্প উদ্ধারকারী এবং পরিবেশ কর্মী শ্রী দীপক সর্দারের মর্মান্তিক মৃ*ত্যুতে এলাকায় শোকের ছায়া। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার একটি উদ্ধার করা কেউটে সাপের পরিচর্যার সময় দুঃখজনকভাবে সাপটি তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃ*ত্যু ঘটে।
দীপক বাবু জীবনের প্রায় পুরো সময়টি জীব বৈচিত্র্য রক্ষা এবং সর্প সচেতনতা প্রসারে অতিবাহিত করেছেন। অসংখ্য সচেতনতা শিবিরের মাধ্যমে তিনি সমাজে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়েছেন। তাঁর অকালে চলে যাওয়া পরিবেশ আন্দোলন ও বিজ্ঞান জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই, বিভিন্ন পরিবেশবিদ, সর্প বিশেষজ্ঞ, এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা দীপক সর্দারের আত্মার প্রতি শ্রদ্ধা এবং তাঁর শোকার্ত পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।