অমিত খিলাড়ি,সবং: জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ১২ নম্বর বুড়াল অঞ্চলের বহবুলপুর এলাকার এক যুবকের সাথে কলকাতার ঠাকুরপুকুর এলাকার এক যুবতীর সাথে পারিবারিক সম্মতিতেই রবিবার বিয়ে হয়। সোমবার রাতে বহবলপুরের বাড়িতে ধুমধাম এর সাথেই সম্পন্ন হয় বৌভাতের অনুষ্ঠান। কিন্তু তার একদিন বাতেই মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা।
সূত্র মারফত জানাজায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎ এই অসুস্থতা বোধ করেন ওই নববধূ। পরে পরিবারের তরফ থেকে চিকিৎসার জন্য সবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলা কালীন মৃ*ত্যু হয় নববধূর। ইতিমধ্যেই সবং থানার পুলিশের মৃ*ত দেহটিকে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃ*ত্যুর আসল কারণ জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগের কারণেই মৃ*ত্যু হতে পারে ওই নববধূর। যদিও ওই নববধূর বাপের বাড়ির তরফে এখনো পর্যন্ত সবং থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।