ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এর মঞ্চে ফের একবার বাংলার জাদু ছড়াল খড়গপুরের পানওয়ালা শুভজিৎ চক্রবর্তী। সুরের মায়াজালে জড়িয়ে এবার শুধু দর্শক নয়, বিচারক শ্রেয়া ঘোষালের চোখেও এল জল।
ইন্ডিয়ান আইডলের অডিশন পর্ব থেকেই শুভজিতের গান বিচারকদের মন জয় করেছে। থিয়েটার গালা রাউন্ডেও তাঁর অসাধারণ পারফরম্যান্স নজর কাড়ে। যুবরাজ ছবির ‘সুরিলি আঁখিওয়ালে…’ দিয়ে শুরু হয় এদিনের পারফরম্যান্স। এরপর শুভজিৎ গেয়ে ওঠেন বাংলার জনপ্রিয় গান “আমায় ডুবাইলি রে…”, যা তাঁর দরদ ভরা কণ্ঠে যেন আরও বেশি হৃদয়স্পর্শী হয়ে ওঠে।
শুভজিতের গান শুনে মঞ্চে আবেগ ধরে রাখতে পারেননি শ্রেয়া ঘোষাল। তাঁকে চোখ মুছতে মুছতে বলতে শোনা যায়, “আমি এই গানের নেশা থেকে বেরোতেই চাই না।” শুভজিতের এই অভিনব পরিবেশনার জন্য শ্রেয়া তাঁকে জড়িয়ে ধরেন এবং তাঁর হাতে সেরা ১৫-র মাইক তুলে দেন।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের চাঙ্গোয়ালের বাসিন্দা শুভজিৎ পেশায় একজন পান বিক্রেতা। তবে সঙ্গীত তাঁর পরিবারের রক্তে মিশে আছে। তাঁর বাবা একজন হারমোনিয়াম শিল্পী, যিনি পথে পথে গান করে জীবিকা নির্বাহ করেন। বাবাকে একটি স্কুটার কিনে দেওয়ার স্বপ্ন নিয়েই শুভজিৎ আজ ইন্ডিয়ান আইডলের মঞ্চে।
বিচারকরা মনে করছেন, শুভজিতের মতো প্রতিভা শুধু বাংলার নয়, গোটা ভারতের গর্ব। বিশাল দাদলানি ও নীতি মোহনও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। বিশাল বলেন, “শুভজিৎ শুধুমাত্র সেরা ১৫-তে নয়, সঙ্গীতের ভবিষ্যৎ তারকাদের মধ্যে একজন।”
শুভজিতের এই যাত্রা প্রমাণ করছে প্রতিভা কোনো পেশা বা আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না। এখন সবার অপেক্ষা, ইন্ডিয়ান আইডলের এই মঞ্চ থেকে তিনি গোটা দেশের হৃদয় জয় করতে পারেন কিনা।
#ইন্ডিয়ান_আইডল #শ্রেয়া_ঘোষাল #শুভজিৎ_চক্রবর্তী #বাংলার_গর্ব