শালবনী: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শালবনী সফরের আগেই ঘটল বিপত্তি। জিন্দাল গোষ্ঠীর অনুষ্ঠানের জন্য নির্মীয়মান প্যান্ডেলের হ্যাঙ্গার আচমকাই ভেঙে পড়েছে বলে জানা গেছে। হঠাৎ ঝড়বৃষ্টির কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের।
আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শালবনী সফরের কথা। জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবিত শিল্পপ্রকল্পের কাজ নতুন করে শুরুর ঘোষণা করতে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই উপলক্ষে জিন্দাল এরিয়ার মধ্যে বিশাল প্যান্ডেল তৈরি হচ্ছিল।

সেই প্যান্ডেলেরই একটি বড় অংশ, অর্থাৎ হ্যাঙ্গারটি, আজ হঠাৎ বিকেলে ঝড়-বৃষ্টির জেরে ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে যাতে আর কোনও সমস্যা না হয়, তার জন্য তৎপর প্রশাসন ও জিন্দাল কর্তৃপক্ষ।
