পাশকুড়া: তৃণমূল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে জমি দখল ও বাড়ির মালিককে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার সরাইঘাট গ্রাম। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
সরাইঘাট গ্রামের বাসিন্দা শঙ্কর দোলই এবং তার পরিবার বেশ কয়েক পুরুষ ধরে একটি জায়গায় বাড়ি করে বসবাস করছেন। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দোলই এবং তার স্বামী ওই পরিবারকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য, কয়েক মাস ধরেই তাদের ওপর চাপ সৃষ্টি করছেন।
অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার পঞ্চায়েত সদস্যার নেতৃত্বে কিছু লোকজন জোর করে শঙ্কর দোলইয়ের বাড়ির জমি দখল করার চেষ্টা করেন। এবং পরে টিনের বেড়া দিয়ে পুরো জায়গাটি ঘিরে দেওয়া হয়। বাঁধা দিতে গেলে শঙ্কর দোলইয়ের স্ত্রী সুমিত্রা দোলইকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। চড়, ঘুষি, এমনকি লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে মঙ্গলা দোলই ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার সরাইঘাট গ্রাম এলাকায়। ভিডিওতে মারধরের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দোলই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, “আমি ঘটনাস্থলে ছিলাম না। এটি আমাকে বদনাম করার চক্রান্ত।” অন্যদিকে, শঙ্কর দোলইয়ের পরিবারের অভিযোগ, “আমাদের তৃণমূলকে ভোট দিতে বলা হয়েছিল। আমরা রাজি হইনি। তাই এই প্রতিশোধমূলক অত্যাচার করা হচ্ছে।” এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা ঘটনার নিন্দা করে পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।