পশ্চিম মেদিনীপুর, দাঁতন : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের প্রত্যন্ত গ্রাম আঙ্গুয়া। এখানেই অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ রেলস্টেশন, আঙ্গুয়া। দাঁতন থেকে মাত্র ৫ কিমি দূরে থাকা এই রেলস্টেশনটি শুধুমাত্র লোকাল ট্রেনের জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছে।
আঙ্গুয়া রেলস্টেশনটি কোনো সরকারি উদ্যোগে নয়, বরং গ্রামবাসীদের দীর্ঘ সংগ্রামের ফসল। বহু বছর আগে শ্রী অচিন্ত্য দাস নামে এক স্থানীয় রেল কর্মচারী আঙ্গুয়া গ্রামের বাসিন্দাদের নিয়ে লাগাতার আন্দোলন করেন এবং রেলের কাছে আবেদন করেন এই গ্রামে একটি রেলস্টেশন নির্মাণের জন্য। তাঁর অক্লান্ত পরিশ্রম ও গ্রামবাসীদের সমর্থনে, অবশেষে আঙ্গুয়াতে রেলস্টেশন নির্মাণ সম্ভব হয়েছিল। আজ এই স্টেশনটি আঙ্গুয়া গ্রামের উন্নয়নের এক অসাধারণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
গ্রামবাসীরা শুধুমাত্র রেলস্টেশনের দাবি নিয়েই থেমে থাকেননি, স্টেশনের পাশের রাস্তাটি নিজেরাই তৈরি করেছিলেন। বর্তমানে আঙ্গুয়া রেলস্টেশনে শুধু কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ায়। তবে অনেক দিন ধরে স্টেশনের উন্নতি ও নতুন সুযোগ-সুবিধা যুক্ত করার জন্য গ্রামবাসীরা রেলের কাছে আবেদন জানিয়ে আসছেন।
আঙ্গুয়া স্টেশনটির আগের স্টেশন হল দাঁতন এবং পরের স্টেশনটি ওড়িশার লক্ষণনাথ রোড। কলকাতা-চেন্নাই ১৬ নম্বর জাতীয় সড়কটি এই গ্রামের পাশ দিয়ে অগ্রসর হয়েছে, যা পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে সংযোগ স্থাপন করেছে। স্টেশনটি কলকাতা থেকে প্রায় ১৭১ কিমি দূরে এবং দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অধীনে রয়েছে। এই স্টেশনটি দুই রাজ্যের মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।
অনেক দিন ধরে গ্রামবাসীরা চেয়েছেন যে আঙ্গুয়া স্টেশনটির উন্নতি করা হোক এবং স্টেশনটি আরও ট্রেনের স্টপেজ হিসেবে বিবেচিত হোক। প্রশাসনের কাছেও এ বিষয়ে আবেদন জানিয়েছেন, স্টেশনে পরিকাঠামোগত উন্নতি ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি নিয়ে স্থানীয়রা আশাবাদী।
#Angua #RailwayStation #Dantan #PaschimMedinipur #IndianRailways #Travel #Destination #SouthEasternRail