Purba Medinipur:পাঁশকুড়ার ডালপাড়া জুনিয়র হাই স্কুলে এক ছাত্রীকে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ক্লাস সিক্সের এক ছাত্র ক্লাসের মাঝেই সহপাঠিনীকে “আরজি কর করে দেব” বলে হুমকি দেয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যায়ে পৌঁছায় এই ঘটনা, যা জানাজানি হলে ছেলের পরিবারের সদস্যরা এসে বকাঝকা করে বিষয়টি মিটিয়ে নেন।
তবে ঘটনার রেশ এখানে থেমে যায়নি! পরদিন, বুধবার, মেয়েটির পরিবারের লোকজন স্কুলে এসে অভিযোগ করেন যে স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এরপর উত্তেজিত হয়ে তারা স্কুলের এক শিক্ষক সুব্রত কুন্ডুকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে অভিযুক্ত ছাত্ররা স্কুল ছেড়ে চলে যায়।খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।
শিক্ষকের ওপর হামলার ঘটনার কথা জানিয়ে সুব্রত কুন্ডু বলেন, “আমাকে স্কুলের মধ্যেই আঘাত করা হয়েছে। আমি চাই অভিভাবকরা সচেতন হোন।” স্কুলের প্রধান শিক্ষক পলাশ সাউ জানিয়েছেন, ঘটনার পর ছেলেদের সতর্ক করা হয়েছিল। তবে, এদিন মেয়েটির পরিবারের লোকজন আবার স্কুলে এসে উত্তেজনা ছড়ায়। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে।