বালিচক রেলওয়ে ক্রসিং সিল করল পুলিশ! বাইক, ছোট গাড়ি এমনকি পারাপার করতে পারবেনা এম্বুলেন্সও

ডেবরা, আমিত খিলাড়ি: বিজ্ঞপ্তি অনুযায়ী বালিচক রেলওয়ে ক্রসিং সিল করল পুলিশ! বাইক, ছোট গাড়ি এমনকি পারাপার করতে পারবেনা এম্বুলেন্সও। চরম বিপাকে নিত্যযাত্রীরা। বিকল্প রাস্তার দাবিতে ক্ষোভ নিত্য যাত্রীদের মধ্যে। অপরদিকে বিকল্প রাস্তার দ্রুত সমাধান করার আশ্বাস ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ির।

বালিচক রেলওয়ে ওভারব্রিজের বাকি থাকা অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বালিচক রেলওয়ে ক্রসিং দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করল প্রশাসন। উল্লেখ্য ওভার ব্রিজের কাজ সম্পন্ন করার জন্য ১৮ ডিসেম্বর ২০২৩ এ রেলওয়ে ক্রসিং গেটের শিফটিংয়ের কাজের জন্য বাস ও ট্রেকার সহ বড় যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। বিকল্প রাস্তা হিসেবে কলকাতা অভিমুখে যাওয়ার জন্য হরিহরপুর থেকে মিনি মার্কেট, রাধামোহনপুর হয়ে আষাড়ি পর্যন্ত। এবং অপরদিকে খড়গপুর অভিমুখে যাওয়ার জন্য বালিচক বিধান নগর থেকে শ্যামচক, বুড়ামালা হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ওঠার বিকল্প রাস্তার উল্লেখ করা হয়েছিল। কিন্তু তারপরেও বালিচক রেলওয়ে ক্রসিং দিয়ে জরুরী পরিষেবার অ্যাম্বুলেন্স, সাধারণ মানুষ, ছোট গাড়ি এবং বাইক পারাপার চলছিল। কিন্তু গতকাল অর্থাৎ ২৮ শে নভেম্বর থেকে বালিচক রেলওয়ে ক্রসিংয়ের ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়ছেন এলাকার মানুষ।

ছবি: রেলওয়ে ক্রসিং সিল করার পর পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা

উল্লেখ্য ডেবরা একাংশ, পিংলা সবং এবং নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকার মানুষের উন্নত মানের স্বাস্থ্যপরিসেবা পাওয়ার জন্য সবচেয়ে কাছের হাসপাতাল ছিল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। বর্তমানে এই রেলওয়ে ক্রসিং পারাপার বন্ধ করে দেওয়ায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তা ঘুরে হাসপাতালে যেতে হচ্ছে রোগীরদের যার জেরে চরম সমস্যায় পড়েছেন পিংলা, সবং, নারায়ণগড় এবং ডেবরার একাংশের রোগীর আত্মীয় পরিজনেরা। বিকল্প রাস্তা প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ হওয়ায় ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে।

ডেবরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রিয়ব্রত রাড়ী জানিয়েছেন, রেল ওভারব্রিজ তৈরির কারণে গত বৃহস্পতিবার ২৮/১১/২০২৪ থেকে আগামী ৯০ দিনের জন্য বালিচক রেলগেট বন্ধ থাকবে। দ্রুত ওভার ব্রিজ তৈরির স্বার্থে বন্ধ করা হয়েছে। ফলে স্থানীয় কিছু সমস্যা দেখা দিয়েছে এবং স্কুলের বাচ্চা থেকে শুরু করে রোগীরা যেতে পারছে না। এটা নিয়ে বিকল্প কোন ব্যবস্থা করা যায় নাকি প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি জানান স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে জরুরী ভিত্তিতে রোগী নিয়ে যাওয়ার জন্য রেলওয়ে ক্রসিং সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবস্থা শুরু করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

বালিচক রেলওয়ে ক্রসিং সিল করল ডেবরা থানার পুলিশ
ছবি: বালিচক রেলওয়ে ক্রসিং সিল করল ডেবরা থানার পুলিশ

অন্যদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর জানিয়েছেন যেহেতু ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নতমানের চিকিৎসার জন্য ডেবরার একাংশ পিংলা, সবং এবং নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ নিত্যদিন যাতায়াত করেন তাই তারা যাতে অনায়াসে যাতায়াত করতে পারেন তার জন্য ছোট্ট একটি রাস্তা রাখার জন্য আবেদন জানিয়েছি।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

136,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

বিগত কয়েকমাস বন্ধ কয়েকশো মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা

নিজস্ব প্রতিবেদন, তমলুক: বিগত কয়েকমাস ধরে বন্ধ থাকা লক্ষ্মীর...

Purba Medinipur: পুকুর ভরাট করে নার্সিংহোম তৈরির অভিযোগ, তমলুকের ১১ নং ওয়ার্ডে চরম রাজনৈতিক...

তমলুক: তমলুকের ১১ নং ওয়ার্ডে একটি পুকুর বুজিয়ে নার্সিং...

আঙ্গুয়া: পশ্চিমবঙ্গের শেষ সীমান্তে লুকিয়ে থাকা এক অজানা রেলস্টেশনের গল্প

পশ্চিম মেদিনীপুর, দাঁতন : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন...

রাজ্যে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি, সংকটের মুখে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আলু সরবরাহ বন্ধের ঘোষণা করেছেন প্রগতিশীল...

বালিচকে উড়ালপুল নির্মাণের জন্য বন্ধ রেলগেট: দুর্ভোগে নিত্যযাত্রীরা, বিক্ষোভ ডেবরা বিডিও অফিসে

অমিত খিলাড়ি, ডেবরা: পশ্চিম মেদিনীপুরের বালিচক রেলগেট ৯০ দিনের...

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আকুই পূর্ব পাড়ায় ৫৫ বছরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা

বাঁকুড়া: বাঙালির জীবনে পূজা পার্বণের কোনো শেষ নেই। দুর্গা...

চলতি বছরেই প্রাথমিক শিক্ষায় নিয়োগ, 2022 টেট পাশ প্রার্থীদের জন্য বড়ো সুখবর

প্রায় দুই বছর অপেক্ষার পর অবশেষে সুখবর আসতে চলেছে...

Purba medinipur: রাজ্য ও জাতীয় সড়ক সংযোগকারী রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে, স্পিড ব্রেকারের...

তমলুক: হলদিয়া-মেছেদা রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক সংযোগকারী পায়রাচালী...

Paschim Medinipur: ৯৪ লক্ষ টাকা ব্যয়ে সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজে পূর্ত দপ্তরের সবুজ সংকেত

অমিত খিলাড়ি, সবং: সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজ শুরু করার...
WhatsApp