বিকাশ ভবন স্কলারশিপ ২০২৪ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েগেছে

বিকাশ ভবন স্কলারশিপ ২০২৪ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েগেছে। এই স্কলারশিপটি মূলত পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, ও পলিটেকনিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য। এটি স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ (SVMCM) নামেও পরিচিত। আবেদনকারীরা প্রতি মাসে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বাধিক ৫০০০ টাকা পর্যন্ত অর্থসাহায্য পেতে পারেন।

বিকাশ ভবন স্কলারশিপ: শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয়তা

প্রত্যেক স্তরে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং নম্বরের ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হয়। নিচের টেবিলে তা বিস্তারিত দেওয়া হলো:

কোর্সের স্তরপূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম নম্বর
উচ্চ মাধ্যমিক স্তরমাধ্যমিকে ৬০% নম্বর
স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা)উচ্চ মাধ্যমিকে ৬০% নম্বর
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন)স্নাতকে ৫৩% নম্বর
পলিটেকনিকমাধ্যমিক/উচ্চ মাধ্যমিকে ৬০% নম্বর

বিকাশ ভবন স্কলারশিপের কত টাকা করে পাবেন

কোর্সের স্তরবিকাশ ভবন স্কলারশিপের টাকা
উচ্চ মাধ্যমিক স্তরপ্রতি মাসে ১০০০ টাকা।
স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা)প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা।
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন)প্রতি মাসে ১৫০০ টাকা।
পলিটেকনিকপ্রতি মাসে ২০০০ থেকে ৫০০০ টাকা।

বিকাশ ভবন স্কলারশিপের জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে

অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করতে হবে:

  1. জন্মের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)।
  2. শেষ পরীক্ষার মার্কশীট।
  3. পারিবারিক আয়ের শংসাপত্র।
  4. আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড।
  5. ব্যাংকের পাসবুক।
  6. ভর্তি রশিদ।

বিকাশ ভবন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন?

  1. svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে যান।
  2. প্রথমে রেজিস্ট্রেশন করুন।
  3. রেজিস্ট্রেশন করার পর লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

সহায়তা প্রয়োজন? হেল্পলাইন: ১৮০০১০২৮০১৪
ইমেল আইডি: [email protected]

বিকাশ ভবন স্কলারশিপ আবেদনের সময়সীমা

বিকাশ ভবন স্কলারশিপ ২০২৪-এর আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর, ২০২৪ থেকে। লাস্ট ডেট এখনও ঘোষণা হয়নি। তবে সাধারণত আবেদন প্রক্রিয়া ৩-৪ মাস চলতে পারে।
আরও বিস্তারিত তথ্য ও অফিসিয়াল নোটিশের জন্য এখানে ক্লিক করুন
আপনার স্কলারশিপ সংক্রান্ত সকল আপডেট হোয়াটসঅ্যাপ পেতে যুক্ত হন: হোয়াটসঅ্যাপ লিঙ্ক

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

136,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

Ajker aboha আজকের আবহাওয়া দীঘা কেমন থাকবে? দেখে নিন এক নজরে

আজ দীঘার আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা...

সুন্দরবনে শুরু হচ্ছে বাঘ শুমারি: বসানো হবে ১৪৪৪টি ক্যামেরা

Sundarban: সুন্দরবনের অরণ্যে আবারও শুরু হতে যাচ্ছে বাঘ শুমারি।...

Paschim Medinipur: ৯৪ লক্ষ টাকা ব্যয়ে সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজে পূর্ত দপ্তরের সবুজ সংকেত

অমিত খিলাড়ি, সবং: সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজ শুরু করার...

চলন্ত ট্রেনে টিকিট চেকার সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন বৃদ্ধ যাত্রীর

আম্রপলি এক্সপ্রেসের জেনারেল কামরায় চলন্ত ট্রেনে এক ৭০ বছর...

Tripura: ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে অ*র্ধনগ্ন করে জুতো ও ঝাঁটা পে*টালেন ছাত্র-ছাত্রী

Tripura: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা, বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকায়...

Ajker Aboha Digha- ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, দীঘার আবহাওয়া কেমন থাকবে?

Digha: আজ ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, দীঘার আবহাওয়া প্রধানত...
WhatsApp