অমিত খিলাড়ি, ডেবরা: সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের (Debra College) প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া ওঝা। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে হরিহরপুর মিনি মার্কেট গ্রামীণ সড়কের জুনিয়ার বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া ওঝা নিজের ছাত্র-ছাত্রীদের ড্রইং শিখিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পসংয়ের জুনিয়র বাজার সংলগ্ন এলাকায় একটি বাসের পাশ কাটানোর সময় সাইকেলটি বাসের সাইডে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, নিয়ে যাওয়ার পথেই ১৬ নম্বর জাতীয় সড়কের বুড়ামালা এলাকায় তার মৃত্যু হয় তার।
প্রিয়ার বাড়ি ডেবরার রাধামোহনপুর ১১/২ গ্রাম পঞ্চায়েতের পাঁচবেড়িয়া গ্রামে। মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত প্রিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বালিচক উড়ালপুলের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায়, বড় যানবাহনগুলি ডেবরা-সবং রুটের পরিবর্তে গ্রামীণ রাস্তাগুলি ব্যবহার করছে। হরিহরপুর, মিনি মার্কেট, এবং রাধামোহনপুর হয়ে আষাড়ী পর্যন্ত রাস্তাগুলি এখন ভারী যানবাহনের জন্য বাইপাস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তবে রাস্তাগুলি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রশাসনের তরফে বর্ষার আগে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হলেও ভারী যান চলাচলের কারণে কয়েক মাসের মধ্যেই রাস্তাগুলি আবারও খারাপ হয়ে যায়। এই দুর্ঘটনার কারণ হিসেবে জরাজীর্ণ রাস্তাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। জরাজীর্ণ রাস্তা দ্রুত মেরামতের দাবি তুলেছেন এলাকাবাসীরা।