ত্রিপুরা: তেলিয়ামুড়ার শান্তিনগর দশমীঘাট এলাকায় বুধবার এক অন্নপ্রাশনের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গৃহকর্তা গুরুতর আ*হত হয়েছেন। জানা যায়, পার্থ বণিকের বাড়িতে অন্নপ্রাশনের জন্য রান্নার সময় গ্যাস সিলিন্ডারের পাইপে লিক হওয়ার কারণে সিলিন্ডারে আগুন ধরে যায়।
বাড়ির একজন সদস্য আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি সামাল দিতে গৃহকর্তা পার্থ বণিক সাহসিকতার সঙ্গে জ্বলন্ত সিলিন্ডারটি রান্নার স্থান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই প্রয়াসে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আহত পার্থ বণিককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।