Purba Medinipur: পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর এলাকায় বন্যায় মাটির বাড়ি ভেঙে দুর্দশায় পড়েছে একাধিক পরিবার। বন্যার জলে বহু বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, কিছু বাড়ির পেছনের দেওয়াল পর্যন্ত ধসে গেছে। এসব পরিবার অন্যের বাড়ির ছাদে বা ভাঙা বাড়ির পাশে ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করলেও তালিকায় নাম না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছে।
এলাকাবাসীর অভিযোগ, যাদের ইতোমধ্যেই পাকা বাড়ি আছে, এমনকি এক-দুই তলা বাড়িও আছে, তারাও আবাস যোজনার বাড়ি পাচ্ছেন। অথচ প্রকৃত দরিদ্র ও বন্যা কবলিত পরিবারগুলো এই সুবিধা থেকে বঞ্চিত। বহুবার আবেদন করা সত্ত্বেও কোনো ফল হয়নি।
অপরদিকে এলাকার সিপিআইএম নেতৃত্ব অভিযোগ করেছেন, আবাস যোজনার বাড়ি দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব হচ্ছে এবং তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার ফলে প্রকৃত প্রাপকেরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।