Panskura: একেই বলে গুণধর ছেলের কান্ড। পরিশ্রম করে বাবার তিলে তিলে গড়ে তোলা ব্যবসাকে গোল্লায় পাঠালো গুণধর ছেলে। বাবার লাইসেন্স প্রাপ্ত মদ দোকান বিক্রি করে ৮০ লক্ষ টাকা জুয়া খেলে ওড়ালো ছেলে। ছেলের এই কুকীর্তির দরুন ঋণের দায়ে আত্মহত্যা করলেন বাবা। পাঁশকুড়া থানার(Panskura P.S.) পুলিশের এসে মৃ* ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আ* ত্মহ* ত্যা করা ব্যবসায়ী স্ত্রীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঘটনার পর থেকে ছেলে গা ঢাকা দিয়েছে।
এলাকার মানুষ এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে। সূত্রের খবর,দূর্লভ সামন্ত তিনি একসময় লাইসেন্স প্রাপ্ত মদ দোকানের মালিক ছিলেন। ছেলে বিভিন্ন ভাবে টাকা উড়িয়ে দেয়।যার ফলে দোকান বিক্রি করতে হয়। তারপরেও অনেক টাকার দেনায় ডুবে যান। তাই মানসিক অবসাদে বাড়ি ফাঁকা থাকায় গলায় দড়ি দিয়ে আ* ত্ম হ* ত্যা করে ওই ব্যক্তি।
ওই ব্যক্তির স্ত্রী অর্চনা সামন্ত জানায়,তিনি সোমবার বাপের বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে ঝু* লন্ত অবস্থায় তার স্বামীকে দেখতে পান। তিনি জানান,তার ছেলে বিভিন্নভাবে পয়সা উড়িয়ে ধার দেনা করে,তাই মানসিক অবসাদে গ* লায় দড়ি দেয়। এ ই ঘটনায় পরিবারে শেকের ছায়া নেমে আসে।