ঘাটালের রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব বরাবরই আলোচনার বিষয়, তবে রবিবার যা ঘটল, তা নজিরবিহীন। জনপ্রিয় শিশুমেলার মাঝে অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ। সাংসদ দেবের উপস্থিতিতেই দুই গোষ্ঠীর সমর্থকরা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েন একে অপরের ওপর। রক্তারক্তি অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। ঘাটালের ঐতিহ্যবাহী শিশুমেলায় উপস্থিত ছিলেন সাংসদ দেব ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই। সূত্রের খবর, মেলার দায়িত্বভার নিয়ে দেব ও শঙ্কর দোলুইয়ের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল। মেলার দায়িত্ব ভাগাভাগি করার সিদ্ধান্ত নিতে একটি বৈঠক ডাকা হয়। তবে সেই বৈঠকের মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং সংঘর্ষে রূপ নেয়।
দেব এবং শঙ্কর দোলুইয়ের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। কিছুদিন আগে একটি বিতর্কিত অডিয়ো ক্লিপ নিয়ে দলে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যদিও সাংসদ দেব শঙ্কর দোলুইকে তাঁর রাজনৈতিক গুরু বলেই উল্লেখ করেছিলেন। তবুও এই দ্বন্দ্ব ঘাটালের রাজনীতিতে ক্রমাগত গভীর হচ্ছে।
ঘাটালের শিশুমেলা গত ৩০ বছর ধরে অত্যন্ত জনপ্রিয়। এবার মেলার দায়িত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বৈঠকে যখন সমাধানের চেষ্টা চলছিল, তখন হঠাৎই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। লাঠি, চেয়ার নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দু’পক্ষ। চেঁচামেচি, মারামারিতে স্টেডিয়াম প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়।
এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে ঘাটালের পরিস্থিতি থমথমে। স্থানীয়দের মতে, এর প্রভাব শিশুমেলার পরিবেশেও পড়তে পারে। পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আসে এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে সকলেই।