অমিত খিলাড়ি, ডেবরা: বিজেপির সংগঠন শক্তিশালী থাকলেও ইস্যু নির্ভর আন্দোলনের অভাবের কারণে উপনির্বাচনে দলকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে—এমনটাই পরোক্ষভাবে স্বীকার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ডেবরার বিজেপি জেলা কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, উপনির্বাচনের ছয়টি আসনে বিজেপি যে ফলাফল করেছে, তা প্রত্যাশিত নয়। তিনি বলেন, “সংগঠনে কোনো ঘাটতি নেই। তবে ইস্যু ভিত্তিক আন্দোলন করতে না পারার জন্য এই ফলাফলের দায় স্বীকার করা উচিত।
“তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ইস্যু নির্ধারণ ও সেই নিয়ে জনমত তৈরি করাই ভবিষ্যতে বিজেপির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন শুভেন্দু। তাঁর বক্তব্যে স্পষ্ট, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নামার পরিকল্পনা ও ইস্যু ভিত্তিক আন্দোলনেই জোর দেবে বিজেপি।
বিশ্লেষকদের মতে, শুভেন্দুর এই মন্তব্য বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত বহন করছে। তবে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে এই কৌশল কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে।