অমিত খিলাড়ি, ডেবরা: বালিচক স্টেশনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দাদের একাধিক দাবি উঠেছে। স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন প্রশস্ত ফুট ওভারব্রিজ নির্মাণে টালবাহানা বন্ধ করতে হবে এবং র্যাম্পসহ প্ল্যাটফর্মের দু’দিকে এর সম্প্রসারণ করা উচিত।
এছাড়াও, স্টেশনের উত্তর দিকে বন্ধ থাকা টিকিট কাউন্টার পুনরায় চালু করা, বালিচকে একটি প্রশস্ত বাস স্ট্যান্ড ও যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণে কার্যকর জল নিকাশি ব্যবস্থার সংস্কার, লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজের মতো গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে।
স্থানীয় শিশুদের জন্য চিল্ড্রেন পার্ক সংস্কারের দাবিও উঠে এসেছে। পাশাপাশি, প্রতিনিয়ত ট্রেন লেট হওয়ার সমস্যার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এই সমস্ত দাবিতে আগামী ২১ নভেম্বর, দুপুর ২:৩০টায় খড়্গপুর ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বালিচক স্টেশন উন্নয়ন কমিটি স্থানীয় বাসিন্দাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের ইঙ্গিতও দেওয়া হয়েছে।