কাঁথি: সরকারি বাসে গাঁজা পাচারের চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো ১৪ জন, যার মধ্যে দু’জন মহিলা রয়েছেন। কাঁথি থানার পুলিশ ২০০ কেজি গাঁজা সহ এই অভিযুক্তদের আটক করে। এই ঘটনা কাঁথি শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাচারের পরিকল্পনা করা হয়েছিল। কাঁথি থানা পুলিশ আধিকারিক দিবকর দাস এবং থানার আইসি প্রদীপ কুমার দানের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মারিশদা থানার ওসি বুদ্ধদেব মালও উপস্থিত ছিলেন। সরকারি বাসে গাঁজা পরিবহনের ঘটনাটি পুলিশের কাছে আগাম খবর ছিল, যার ভিত্তিতে বাসটি আটকানো হয়। বাসে তল্লাশি চালিয়ে ২০০ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়।
কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবকর দাস জানান, “বিপুল পরিমাণ গাঁজা (২০০ কেজি) উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনার পেছনে বড় চক্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “সরকারি বাসের চালক এবং অন্যান্য অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এত বড় মাপের গাঁজা উদ্ধার হওয়ায় কাঁথি শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন। তবে সরকারি বাস ব্যবহার করে এমন অপরাধ সংঘটিত হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।