নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট গ্রামের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক মৃনাল কান্তি দাস তার শিক্ষাগত কৃতিত্বের জন্য “দ্রোনাচার্য পুরস্কার” পেয়েছেন। মৃনালবাবু বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের শিক্ষক। এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ গত ১৫ নভেম্বর ২০২৪, কলকাতার সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কারে সম্মানিত করে।
অনুষ্ঠানে রাজ্যের প্রায় ২৫০ জন শিক্ষককে স্মারক, মানপত্র এবং উত্তরীয় প্রদান করা হয়। সংস্থার সিইও ডঃ সুজয় বিশ্বাস মৃনালবাবুর হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
মৃনালবাবুর এই সাফল্যে তার পরিবার এবং গ্রামের মানুষ আনন্দে উচ্ছ্বসিত। ছোটবেলা থেকেই শান্ত স্বভাব ও মেধাবী মৃনালবাবু তার ছাত্রছাত্রী এবং সহকর্মীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন। তিনি জানান, এই পুরস্কার তার জন্য শুধুমাত্র সম্মান নয়, এটি তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা যোগাবে।
মৃনালবাবুর বাবা শশাঙ্ক শেখর দাস এবং মা কল্যাণী রানি দাস জানান, অনেক প্রতিকূলতা সত্ত্বেও মৃনালবাবু পড়াশোনায় মনোযোগী ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ভালোবাসা তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
মৃনালবাবু অবসর সময়ে বই পড়া এবং লেখালেখি করতে পছন্দ করেন। তার ছাত্রছাত্রী, পরিবার, এবং সহকর্মীদের জন্যই তিনি প্রতিনিয়ত কর্মচঞ্চল থাকেন বলে জানান। বিদ্যালয় এবং পরিবারের সদস্যদের মধ্যে তার এই সাফল্য নতুন উদ্দীপনা নিয়ে এসেছে।