তমলুক: হলদিয়া-মেছেদা রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক সংযোগকারী পায়রাচালী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনায় কেউ হাত ভেঙেছেন, কেউ বা পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বারবার পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।
আজ সোমবার, এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করেন। অনেকেই রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। এই পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ পি ডব্লিউ ডি-র সঙ্গে কথা বলে বিক্ষোভকারীদের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেয়। আশ্বাস পেয়ে স্থানীয়রা পথ অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, যদি দ্রুত রাস্তায় স্পিড ব্রেকার বা অন্য কোনো সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আবারও বৃহৎ আকারে অবরোধ করা হবে। তাদের দাবি, প্রশাসনের অবহেলার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পায়রাচালী বাস স্ট্যান্ড এলাকা একটি ব্যস্ত সংযোগ সড়ক হওয়ায় সেখানে গাড়ির গতিবেগ অনেক সময়ই নিয়ন্ত্রণের বাইরে থাকে। এলাকায় স্পিড ব্রেকারের অভাব এবং গাড়িচালকদের বেপরোয়া মনোভাব দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। স্পিড ব্রেকার বা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে এই ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।