সবং: পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দিবাকর রোড থেকে সোমবার গভীর রাতে চার দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল সবং থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন খড়গপুরের বাসিন্দা, বাকি দু’জন দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছে। পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১১টা নাগাদ খবর আসে, দিবাকর রোড এলাকায় ৯-১০ জনের এক সন্দেহজনক জমায়েত হয়েছে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয় পুলিশের একটি দল। রাত সাড়ে ১১টা নাগাদ পৌঁছে একটি গাড়ি-সহ চারজনকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। বাকি অভিযুক্তরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া চারজন হল:
সাহিল ঢালী (২১), মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা
রমজান পাইক (৩৪), বিধাননগর, দক্ষিণ ২৪ পরগনা
ভোলা যাদব (২৫), নিউ সেটেলমেন্ট, খড়গপুর
সুরজ পি আচার্য (২০), নিউ সেটেলমেন্ট, খড়গপুর
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দক্ষিণ ২৪ পরগনার দুষ্কৃতীদের সঙ্গে খড়গপুরের যুবকদের যোগসাজশে সবং এলাকায় ডাকাতির ছক কষা হয়েছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপগান, একটি কার্তুজ, ছুরি, কাটারি, তরোয়াল, লাঠি, শাবল সহ একাধিক ধারালো অস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়িও।
ঘটনার গুরুত্ব বুঝে, ধৃতদের বিরুদ্ধে ৩১০(৪), ৩১০(৫) বিএনএস ও ২৫(১)(এ), ২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হলে পুলিশ পক্ষ থেকে সাত দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে ইঙ্গিত, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তদন্ত চলছে।