অমিত খিলাড়ি, সবং: হলদি নদী থেকে বালি তুলে নৌকোর মাধ্যমে সবংয়ের বিভিন্ন এলাকায় পাচার করার অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সবং থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৫টি নৌকো, ২টি মেশিন ট্রলি এবং পাচারকাজে জড়িত ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়।
সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চঞ্চল সিংহ জানান অবৈধ বালি পাচার বন্ধ করতে আমরা সবংয়ের বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করি। তারপরেও বালি পাচার চলছিল। আমরা তদন্ত করে জানতে পারি একটি বালি চক্র হলদি নদী থেকে নৌকোয় বালি তুলে কেলেঘাই নদী দিয়ে এসে সবংয়ের বিভিন্ন এলাকায় বালি পাচার করছিল। গতকাল রাতে আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫ টি নৌকো ২ টি মেসিন ট্রলি ও ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার অভিযুক্তদের জেলা আদালতে পেশ করা হয়। তদন্তে জানা গিয়েছে, এই বালি পাচার চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে। সেই কারণেই, ধৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
হলদি নদীর বালি পাচার চক্র ভেঙে ফেলতে সবং থানার পুলিশ আরও কড়া নজরদারি চালাচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্রটি সক্রিয় ছিল। পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
The Midnapore Times এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন!